আমাদের কর্মজীবন এবং ব্যবসায়িক কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হচ্ছে চুক্তি। প্রতিনিয়ত আমরা নানা ধরণের চুক্তি করছি, বা এই সংক্রান্ত সমস্যায় পড়ছি বা মামলা করতে বাধ্য হচ্ছি। সুতরাং চুক্তি বোঝা, ভালোভাবে চুক্তি লিখতে জানা এবং চুক্তি সংক্রান্ত আইনগত জটিলতাগুলো সমাধানের রাস্তা চেনা যে কোন আইনজীবী, আইনের শিক্ষার্থী, ব্যবসায়ী, উদ্যোক্তা, কোম্পানী বা ব্যাংকে কর্মরত পেশাজীবী সহ যে কোন আগ্রহী মানুষের জন্যই অত্যন্ত জরুরী।
সহজবোধ্য ও প্র্যাকটিকাল আলোচনার মাধ্যমে চুক্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের জ্ঞান এবং দক্ষতাকে আরও বাড়িয়ে তোলাই আমাদের এই কোর্সের লক্ষ্য। জনপ্রিয় এই কোর্সটির আগের তিনটি ব্যাচে প্রায় শ'খানেক আইনজীবী, পেশাজীবী ও শিক্ষার্থী অংশগ্রহণ করে উপকৃত হয়েছেন।
--- কোর্সের কাঠামো ---
* কোর্স শুরু হবে ১৩ই ফেব্রুয়ারী, ২০২৩ সোমবার থেকে
* মোট পাঁচটি ক্লাস – প্রতিটি ক্লাস ২ ঘন্টা মেয়াদী
* ক্লাস হবে অনলাইনে, জুম প্ল্যাটফর্মে
* প্রতি সপ্তাহে সোমবার ক্লাস হবে, সন্ধ্যা ৬টা-৮টা পর্যন্ত।
* কোর্স ফিঃ ১০০০ টাকা
কোর্সের ক্লাসগুলো পরিচালনা করবেন কর্পোরেট ও কমার্শিয়াল চুক্তি ড্রাফটিং ও রিভিউতে অভিজ্ঞ আইনজীবীগণ।
--- কোর্সের বিষয়বস্তু ---
* প্রথম ক্লাসঃ ব্যবসায়িক চুক্তি সম্পর্কে প্রারম্ভিক ধারণা, চুক্তি ড্রাফটিং এর মূলনীতি, আইনগত বিবেচ্য বিষয়সমূহ, চুক্তি সংক্রান্ত বিভিন্ন ভুল ধারনার সংশোধন।
* দ্বিতীয় ক্লাসঃ হাতে কলমে কোম্পানীর বিভিন্ন চুক্তি, সমঝোতা স্মারক সম্পর্কে পর্যালোচনা।
* তৃতীয় ক্লাসঃ হাতে কলমে ঋণ চুক্তি, বিনিয়োগ চুক্তি, সিকিউরিটি চুক্তি সহ বিভিন্ন আর্থিক চুক্তি সম্পর্কে পর্যালোচনা।
* চতুর্থ ক্লাসঃ হাতে কলমে ক্রয়-বিক্রয়ের চুক্তি, আর্থিক লেনদেন চুক্তি, ভাড়ার চুক্তি, এজেন্সি বা ডিলারশিপ চুক্তি সহ বিভিন্ন ব্যবসায়িক চুক্তি সম্পর্কে পর্যালোচনা।
* পঞ্চম ক্লাসঃ হাতে কলমে শেয়ারহোল্ডারস এগ্রিমেন্ট, অর্থ বিনিয়োগ চুক্তি, ফ্রিল্যান্সিং চুক্তি, সফটওয়্যার বিষয়ক চুক্তি, কন্ট্রাক্টর চুক্তি সহ নতুন উদ্যোগ (স্টার্ট-আপ) বিষয়ক চুক্তি সম্পর্কে পর্যালোচনা।
প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজনীয় চুক্তিপত্রের নমুনাসহ ২০টি বহুল ব্যবহৃত চুক্তিপত্রের স্পেসিমেন (নমুনা) দেওয়া হবে।
প্রত্যেক অংশগ্রহণকারীকে (যারা কোর্স সম্পন্ন করবেন) ডেনিং ল ইনস্টিটিউট এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া সফল অংশগ্রহণকারীদের প্রয়োজনমাফিক বিভিন্ন চেম্বারে রেকমেন্ড করা হবে।
--- কোর্সে অংশগ্রহণ করবেন কিভাবে ---
বিকাশের মাধ্যমে ১০০০ টাকা কোর্স ফি +৮৮০১৩২২৯১২২৩৩ নম্বরে (মার্চেন্ট) “মেক পেমেন্ট”-এর মাধ্যমে পরিশোধ করতে হবে। বিকাশের রেফারেন্সে অবশ্যই আবেদনকারীর নাম লিখে পাঠাতে হবে। এরপর আমাদের সাথে সরাসরি মোবাইলে, ইমেইলে বা ফেইসবুক পেইজে যোগাযোগ করে আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।
আসন সংখ্যা সীমিত, তাই আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন।