এই “কর্পোরেট লিগ্যাল ডকুমেন্টেশন” সার্টিফিকেট কোর্সের মাধ্যমে নবীন ও শিক্ষানবিস আইনজীবী, আইনের শিক্ষার্থী সহ আগ্রহী যে কেউ নিজেদের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করে নিতে পারবেন।
কোর্সের কাঠামো
কোর্সের ক্লাসগুলো পরিচালনা করবেন ভূমি আইন ও কর্পোরেট ডকুমেন্টেশনে অভিজ্ঞ বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীগণ সহ সংশ্লিষ্ট প্রফেশনালবৃন্দ।
কোর্সের বিষয়বস্তু
- প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজনীয় নমুনা দলিল/ডকুমেন্ট এবং সংশ্লিষ্ট আইন ও বিভিন্ন মামলার রেফারেন্স ও জাজমেন্ট সাথে দেয়া হবে।
- প্রত্যেক অংশগ্রহণকারীকে (যারা কোর্স সম্পন্ন করবেন) ডেনিং ল ইনস্টিটিউট এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া সফল অংশগ্রহণকারীদের প্রয়োজনমাফিক বিভিন্ন চেম্বারে রেকমেন্ড করা হবে।
কোর্সে অংশগ্রহণ করবেন কিভাবে
বিকাশের মাধ্যমে ১০০০ টাকা কোর্স ফি +৮৮০১৮৪১৫৩৮৮৬৩ নম্বরে (পার্সোনাল) পরিশোধ করতে হবে। বিকাশের রেফারেন্সে অবশ্যই আবেদনকারীর নাম লিখে পাঠাতে হবে। এরপর আমাদের ওয়েবসাইটে কোর্সে এনরোল করতে হবে।
আসন সংখ্যা সীমিত, তাই আগ্রহীরা দ্রুত এনরোল করুন।
আইন অঙ্গনে কেউ কাউকে শিখাতে চায় না, দীর্ঘদিন চেম্বারে পরে থাকলেও আইন ও কাজ শেখার পরিমাণ খুব সামান্যই হয়। ডেনিং ল’ সেই অপূরণীয় কাজটিই করে দিচ্ছে। নবীন ও শিক্ষানবীশ আইনজীবীদের জন্য একেবারে হাতে কলমে ধরে ধরে শিখিয়ে দিচ্ছে। আমি মনে করি এর হাত ধরে এদেশে একটি পরিবর্তণ হতে যাচ্ছে। বিশেষ করে এই কোর্সটি খুবই গোছানো ও হেল্পফুল, কোর্স ট্রেইনাররা অত্যন্ত আন্তরিক। Thank you Denning Law Institute. ❤